খেলাধুলা
শেষ ষোল নিশ্চিতের লড়াইয়ে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক : শেষ ষোল নিশ্চিতের লড়াইয়ে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। ইনজুরি আক্রান্ত দানিলোর বদলে আজ ফাগনারকে নামিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
গ্রুপের শীর্ষে অবস্থান করা ব্রাজিলের জন্য আজকে ড্র করলেই শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে। জিতে গেলে হিসাবের বাইরে সরাসরি নিশ্চিত হবে শেষ ষোল। তবে হেরে গেলে গোল ব্যবধান হিসেব হবে।
সার্বিয়ার জন্যও আজকের ম্যাচ জিতলে শেষ ষোলোর হাতছানি অপেক্ষা করছে। তবে সুইজারল্যান্ড যদি কোস্টারিকার বিপক্ষে হেরে যায় তাহলে ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই চলবে সার্বিয়ার।
মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২ টায় গ্রুপ ‘ই’র নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল।
ব্রাজিলের একাদশ
আলিসন, থিয়াগো সিলভা, মিরান্দা, কাসেমিরো, গাব্রিয়েল জেসুস, নেইমার, ফিলিপে কুতিনহো, মার্সেলো, পাওলিনহো, উইলিয়ান, ফাগনার।
সার্বিয়ার একাদশ
ভ্লাদিমির স্তোয়কোভিচ, আন্তোনিও রুকাভিনা, আলেকসান্দর মিত্রোভিচ, দুসান তাদিচ, আলেকসান্দর কোলারভ, মিলোস ভেলিকোভিচ, সের্গেই মিলিনকোভিচ, কোস্তিচ, সার্গেই, নেমানিয়া মাতিচ, আদেম লিয়াইয়িচ।
ব্রাজিল বনাম সার্ভিয়ার খেলা লাইভ দেখুন :