খেলাধুলা
পওলিনিহোর গোলে এগিয়ে গেলো ব্রাজিল

খেলাধুলা ডেস্ক : পাওলিনিয়োর গোলে সার্বিয়ার বিপক্ষে এগিয়ে গেছে ব্রাজিল। অন্য ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে সুইজারল্যান্ড।
দশম মিনিটেই বড় ধাক্কা ব্রাজিলের জন্য। চোট পেয়ে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্সেলো। তার জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামেন ফিলিপে লুইস।
গাব্রিয়েল জেসুস, নেইমারের কারিকুরিতে ২৫তম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগ পায় ব্রাজিল। ডি-বক্স থেকে পিএসজি ফরোয়ার্ডের শট ঠেকান সার্বিয়ার গোলরক্ষক ভ্লাদিমির স্তয়কোভিচ।
শেষ ষোলাতে যাওয়ার সম্ভাবনা আছে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ারর। আছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কাও, সঙ্গে আছে গ্রুপ সেরার হাতছানিও।