
বার্তাবাহক ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে। আন্দোলনকারীরা বলেছেন, সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলীগ হামলা চালিয়ে তাদের চার জনকে আহত করেছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের বরাত দিয়ে ঢাবি সংবাদদাতা জানান, আহতরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, ফারুক হাসান ও আরশ। হাসান আল মামুন বলেন, আহতদের মধ্যে নুরুল ও আরশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসান আরও বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না করায় পরবর্তী কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করার কথা ছিল।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে তাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, নুরুল হক নুরসহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ছাত্রলীগের ২০০-২৫০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালিয়ে চার জনকে আহত করে।
হামলাকারীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রন্থাগারের সামনে থেকে সরিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয় বলে তিনি যোগ করেন।
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির নেতাদের অভিযোগ, ছাত্রলীগের হাজী মুহাম্মদ মহসিন হলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আল আমিন রহমান, স্যার এএফ রহমান হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান রনি ও ইমতিয়াজ বুলবুল হামলায় নেতৃত্বে ছিলেন।
ভিডিও :