আন্তর্জাতিক
ভারতের উত্তরাখন্ডে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪৪

আন্তর্জাতিক বার্তা : ভারতের উত্তরাখন্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলায় একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪জন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও অন্তত তিনজন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনীর (এনডিআরএফ) একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
রবিবার সকালে পাউরি গারওয়াল জেলার ননিদানা ব্লকের পিপালি-ভোয়ান হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৪৫ যাত্রীবাহি দুর্ঘটনা কবলিত মিনিবাসটি ভোয়ান থেকে রামনগরের দিকে যাচ্ছিল।
গারওয়াল জেলা কমিশনার দিলিপ জাওয়ালকার বলেছেন, আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ সিং রাওয়াত।