খেলাধুলা
৫৮ সেকেন্ডে ডেনমার্কের গোল, ৪ মিনিটে ক্রোয়েশিয়ার

খেলাধুলার বার্তা : ৪ মিনিটের মধ্যেই ২ গোল! টানটান উত্তেজনার আভাস দিয়ে শুরু হলো ক্রোয়েশিয়া ও ডেনমার্কের শেষ ষোলোর লড়াই। নিঝনি নোভগোরদে মাত্র ৫৮ সেকেন্ডে গোল করে ডেনিসরা। ৩ মিনিট পরই সমতা ফিরিয়েছে ক্রোয়েশিয়া।
১৯৯৮ সালের সেরা সাফল্যের পুনরাবৃত্তি করতে কে পারবে- ক্রোয়েশিয়া নাকি ডেনমার্ক? এই প্রশ্নের উত্তর মেলাতে নিঝনি নোভগোরদের মুখোমুখি দুই ইউরোপিয়ান দল। শেষ ষোলোর চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে ক্রোয়েট ও ডেনিসরা।
আইসল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রামে থাকা তারকাদের একাদশে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। মাঝমাঠে অধিনায়ক লুকা মদরিচের সঙ্গে ফিরেছেন ইভান রাকিতিচ। আক্রমণভাগে আছেন মারিও মানজুকিচ। ২০ বছর আগের বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটিকে অনুসরণ করতে মুখিয়ে আছে ক্রোয়েটরা।
অন্যদিকে ডেনমার্কের প্রাণভোমরা ক্রিস্টিয়ান এরিকসেন আছেন একাদশে, একমাত্র যিনি দলের হয়ে একাধিকবার লক্ষ্যে শট নিয়েছেন। ১৯৯৮ সালের বিশ্বকাপের পর প্রথম কোয়ার্টার ফাইনালের জন্য লড়বে ডেনিসরা।
ক্রোয়েশিয়া একাদশ: দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, দেহান লভরেন, দোমাগো ভিদা, মার্সেলো ব্রোজোভিচ, ইভান রাকিতিচ, ইভান পেরিসিচ, লুকা মদরিচ, আন্তে রেবিচ, মারিও মানজুকিচ।
ডেনমার্ক একাদশ: ক্যাস্পার শুমেইখেল, হেনরিক ড্যালসগার্দ, সিমন কায়ের, জোনাস নুডসেন, মাতিয়াস জর্গেনসেন, আন্দ্রেস ক্রিস্টেনসেন, মার্টিন ব্রেইথওয়েট, থোমাস ডিলানে, ক্রিস্টিয়ান এরিকসেন, ইউসুফ পোলসে, আন্দ্রেস কর্নেলিয়াস।