চাকরি-বাকরি
গ্রাফিক্স ডিজাইনার নেবে প্রথম আলো

চাকরির বার্তা : গ্রাফিক্স ডিজাইনার পদে লোক নেবে প্রথম আলো। উক্ত পদে কতজন নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের কোনো মুদ্রিত প্রকাশনা অথবা ওয়েব ডিজাইন কাজে কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা ও সৃজনশীলতা, টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন, কালার কারেকশন, ডিজাইন প্রসেস প্রভৃতি বিষয়ে দক্ষ হতে হবে।
অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট (ফটোশপ,ইলাস্ট্রেটর, ইন ডিজাইন) বিষয়ে বাড়তি অভিজ্ঞতা প্রয়োজন। স্বউদ্যোগে ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা, কাজের চাপ নেওয়ার মানসিকতা, একসঙ্গে কয়েকটি কাজ করার সামর্থ্য এবং প্রার্থীদের মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষতা থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি থাকাটা জরুরি নয়। তবে থাকলে তা বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে।
কর্মস্থল: ঢাকা অফিস
বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
আবেদন করার প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে যারা ই-মেইলে আবেদন করবেন, তারা সিভিসহ সাম্প্রতিক সময়ে করা কাজের নমুনা পাঠাবেন। সাক্ষাৎকারে যারা আমন্ত্রিত হবেন, তাদের প্রত্যেককে পাঠানো ডিজাইন নমুনাগুলোর কাজের প্রক্রিয়ার (কীভাবে করা হয়েছে) যথাযথ ডকুমেন্টেশন সঙ্গে আনতে হবে।
আবেদনের সময়সীমা: ৭ জুলাই, ২০১৮।