বিনোদন
ব্রাজিলেই নিককে প্রেমের প্রস্তাব দিলেন প্রিয়াঙ্কা

বিনোদন বার্তা : মার্কিন সংগীত শিল্পী ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের সম্পর্ক এখন বিটাউনের আলোচ্য বিষয়। বিদেশে তো বটেই, নিজ দেশে এসেও নিকের হাত ছাড়েননি প্রিয়াঙ্কা। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর নিকের হাত ধরেই ভারত থেকে বিদায় নেন নায়িকা। এরপর প্রিয়াঙ্কা ব্রাজিলে নিকের মিউজিক কনসার্টে হাজির হন। সেখানেই প্রিয়াঙ্কা একটি ভিডিও পোস্ট করে নিককে প্রেমের প্রস্তাব দিলেন।
পপ গায়ক নিক জোনাস ব্রাজিলের গোয়ানিয়াতে ভিল্লামিক্স উৎসবে গান গাইতে যান সম্প্রতি। নিক ছাড়াও সেখানে গিয়েছেন কানাডিয়ান গায়ক শন মেন্ডেস এবং জর্জ ও মাতু-র মতো পপ গায়করা। নিকের সঙ্গে ব্রাজিলের সেই উৎসবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কাও। নিকের গানের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে প্রিয়াঙ্কাকে তার ছবি তুলতেও দেখা যায়। এরপর সেই ছবিই ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। আর তারপর থেকেই জল্পনা চলছে, প্রিয়াঙ্কা ভিডিওটি শেয়ার করে নিককে প্রেমের প্রস্তাব দিয়েছেন। ব্রাজিলে অনুষ্ঠিত ভিলামিক্স ফেস্টিভ্যালে নিকের কনসার্টে দর্শকের আসনেই ছিলেন প্রিয়াঙ্কা। আর সেখান থেকেই নিকের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। নিকের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন ‘সে’, সঙ্গে একটি হার্ট ইমোজিও পোস্ট করেন প্রিয়াঙ্কা।
এর আগে নিকও ঠিক এমনই একটি ভিডিও শেয়ার করেছিলেন। প্রিয়াঙ্কার ভিডিও শেয়ার করে নিক লিখেছিলেন ‘সে’। নিকও দিয়েছিলেন একটি হার্ট ইমোজি। গত মাস থেকেই প্রিয়াঙ্কা ও নিক জোনাসের সম্পর্ক পাতায় উঠে আসতে শুরু করে। শোনা যাচ্ছে, চলতি মাসেই নিকের সঙ্গে বাগদান হতে পারে প্রিয়াঙ্কার। আপাতত দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন আবার।