সারাদেশ
যশোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বার্তাবাহক ডেস্ক : যশোরের শংকরপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক (২৪) নিহত হয়েছেন। এ সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে দুদল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল বাশার মিয়া বলেন, আটক ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত। ঘটনাস্থল থেকে হৃদয় খাঁ (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাড়ি যশোর সদর উপজেলার কৃষ্ণবাটী গ্রামে।
ওসি আরও বলেন, যশোর শহরের শংকরপুর এলাকার বাবলাতলায় যশোর-খুলনা মহাসড়কের পাশে বৃহস্পতিবার দিবাগত রাতে দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে রাত ৩টা ১০ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আবুল বাশার বলেন, পরে মহাসড়কের ওপর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও পাঁচটি বোমা উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুল বাশার।