খেলাধুলা
১-০ তে পিছিয়ে ব্রাজিল

খেলাধুলার বার্তা : ১৩ মিনিটে এগিয়ে গেছে বেলজিয়াম। আত্মঘাতী গোলে বেলজিয়াম এগিয়ে আছে ১-০ তে।
শুরুতে আক্রমণাত্মক ছিল ব্রাজিল। বেশ কিছু সুযোগ তৈরি হয় ১০ মিনিটেই। বেলজিয়ামের পেনাল্টি এরিয়ায় বল পেয়েছিলেন মিরান্দা। তার ছোঁয়ার পর থিয়াগো সিলভা বলে টোকা দিলেও তা গিয়ে লাগে সাইড পোস্টে।
১৩ মিনিটে কর্নার পায় বেলজিয়াম। তাতেই ঘটে অঘটন। আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার কিক থেকে ছুটে আসা বল মিরান্দার কনুইয়ে লেগে চলে যায় নিজেদের জালে।