সারাদেশ
মৌলভীবাজারে অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষে ৬ জনের মৃত্যু

বার্তাবাহক ডেস্ক : মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক সড়কের মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর এলাকায় শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি শেরপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। এতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের গনি মিয়ার ছেলে জাহাঙ্গীর তালুকদার (৩৮), নাহিদ তালুকদার (২৬), মেয়ে সাজনা বেগম (২৮), সাজনা বেগমের ছেলে সাইফ আহমদ (১২), প্রাইভেট কারের চালক সদর উপজেলার করিমপুরের শাহাদাৎ তালুকদার (২১) এবং অটোরিকশার চালক সিলেটের তাজপুরের লায়েছ মিয়া (৩০) মারা যান। অপরদিকে আহত ইয়াছমিন বেগম (৩০), নূরজাহান আক্তার (৩) ও মুশতাককে (৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় মোট ছয়জন মারা গেছে। দুজন ঘটনাস্থলে এবং চারজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনায় গাড়ি দুটি দুমড়েমুচড়ে গেছে।’