সারাদেশ
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে তুলে নেয়ার অভিযোগ বিএনপির

বার্তাবাহক ডেস্ক : ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে সাদা পোশাকদারী আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি।
রোববার রাত সোয়া ১১ টার দিকে বনানী এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে বনানী এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। এসময় পথ থেকে সাদা পোশাকদারী আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যসরা তাকে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, ইসহাককে গাড়ীতে তুলে বিশ্বরোড ফ্লাইওভার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি মাইক্রোবাস ছিল তাদের সাথে।