সারাদেশ
টঙ্গীতে নির্মাণাধীণ ভবনের ট্যাংকিতে নেমে দুই সহদোরসহ নিহত ৩

বার্তাবাহক ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ এলাকায় নির্মণাধীন একটি ভবনের ট্যাংকিতে নেমে দুই সহোদরসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই ভাই আতিক (২৫) ও শাহিন (২৮) এবং অপরজন ফারুক (২২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় এ বিএম বশিরুল উসলাম বশির জানান, সাতাইশ এলাকায় একটি ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। দুপুর ১২ টার দিকে ভবনের পানির ট্যাঙ্কিরা খুলে সেন্টারিংয়ের কাঠ-বাশ খুলতে ট্যাংকিতে নামে আতিক ও ফারুক। তাদের সারা শব্দ না পেয়ে আশপাশের অন্য শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালায়। এক পর্যায়ে ভাইকে উদ্ধার করতে শাহিনও ট্যাঙ্কিতে নামে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরাও ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে ওই তিন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন তিন জন নিহতের বিষয়টি নিশ্চত করেছে।