
বার্তাবাহক ডেস্ক : চার মাস পর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর জানাল, তারা আর এখন করোনার নমুনা সংগ্রহ করবে না। তারা এখন রোগ নিয়ে গবেষণা করবে।
৩ মে, রবিবার আইইডিসিআর এর উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুশতাক হোসেন বলেন, ‘এখন থেকে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের কাজ করবে না আইইডিসিআর। সীমিত মাত্রায় নমুনা সংগ্রহ করলেও সেটা হবে বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যা এপিডমিওলজিক্যাল সার্ভের অংশ হিসেবে। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সংগ্রহের কাজ করবে।’
দেশে ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে কারো শরীরে করোনাভাইরসের উপসর্গ দেখা দিলে তারা আইইডিসিআরের হট লাইনে যোগাযোগ করতো। পরে আইইডিসিআর থেকে এসে নমুনা নিয়ে যেত। এখন আর এটি করবে না আইইডিসিআর।
উল্লেখ, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে।