
বার্তাবাহক ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ৫ চিকিৎসকসহ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে ৩৩ জন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছেন।
রোববার (৩ মে) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা মুক্ত হিসেবে ৩৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস থেকে মুক্ত ৩৩ ব্যক্তির মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন চিকিৎসক ও ২ নার্স এবং কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র ১ জন এসআই রয়েছেন। এছাড়াও কালীগঞ্জ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো করোনা শনাক্ত ৮ জনের মধ্যে ৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এর বাহিরে আরো ১৮ জন হোম আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একজন চিকিৎসক এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল একজন রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় হোম ও প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৫ পুলিশ কর্মকর্তাসহ বাকি ৫৬ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার (৩ মে) পর্যন্ত করোনাভাইরাস শনাক্তের জন্য ২ মে পাঠানো ১০ জনের নমুনাসহ মোট ৫০৩ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে সর্বমোট ৯১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, রোববার (৩ মে) পর্যন্ত কালীগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। তাদের মধ্যে করোনা মুক্ত হিসেবে ৩৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৫৬ জন হোম ও প্রতিষ্ঠানিক আইসোলেশনে টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র একজন উপ-পরিদর্শক (এসআই) গত ১৬ এপ্রিল প্রথম করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। এরপর কালীগঞ্জ থানায় কর্মরত আরো ৪ জন এসআই, প্রশিক্ষণকালীন উপ-পরিদর্শক (পিএসআই) ২ জন, এএসআই ৩ জন, একজন কনস্টেবল, বিশেষ আনসার একজন এবং সার্কেল অফিসে কর্মরত ৪ জনসহ মোট ১৬ পুলিশ সদস্য করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। এর মধ্যে প্রথম করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হওয়া একজন উপ-পরিদর্শককে (এসআই) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনা মুক্ত হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৫ জন প্রতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।