খেলাধুলা
বিশ্বকাপ খেলা দেখার দাবিতে আর্জেন্টিনার জেলখানায় অনশন

খেলাধুলা ডেস্ক : স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ খেলা দেখার দাবিতে ফুটবল পাগল আর্জেন্টিনার একটি কারাগারে টেলিভিশন ক্যাবল সিস্টেম সংস্কারের জন্য অনশন শুরু করেছেন বন্দিরা।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ৮০০ মাইল দক্ষিণে পুয়েরতো ম্যাড্রিন কারাগারের ৯ কারাবন্দির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের স্বাধীনতা বঞ্চিত প্রত্যেকের জন্য একটি অপরিহার্য অধিকার।
গত তিন দিন ধরে অকেজো হয়ে আছে ক্যাবল। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কেউ কোনো প্রকার খাদ্য গ্রহণ করব না।
জেলে থেকে ফুটবল বিশ্বকাপ দেখতে না পারায় অধিকার আদায়ে মামলাও করেছেন বন্দিরা। কারাগার এলাকায় থাকা ক্যাবল সিস্টেমটি সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ার পর তা সংস্কার করা হয়নি।
আগামী শনিবার মস্কোতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার।