সারাদেশ
গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

বার্তাবাহক ডেস্ক : ঢাকা-জয়দেবপুর রেল রুটের গাজীপুরের ধীরাশ্রমে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবকের মধ্যে এক যুবকের নাম হৃদয় মিয়া (২৫)। সে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ডেকিয়া এলাকার আব্দুল গণি মিয়ার ছেলে। হৃদয় টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতো বলে জানা গেছে। অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি তার আনুমানিক বয়স ২৮। পরনে প্যান্ট-শার্ট রয়েছে।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রকিবুল হক জানান, দুই যুবক অন্যান্য যাত্রীদের সঙ্গে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি ধীরাশ্রম স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে তারা ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে বলেও জানান তিনি।