
বার্তাবাহক ডেস্ক : কালীগঞ্জ পৌর এলাকায় অবৈধভাবে পরিচালিত ৮টি ইটভাটায় আবারও অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।
বুধবার (১০ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।
সত্যতা নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।
এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর (সোমবার) অবৈধ এই ৮টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৬২ লাখ টাকা জরিমানা করে ইটভাটা গুলো ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে ইট তৈরির সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছিল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মূলগাঁও এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় মূলগাঁও এলাকায় ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডাস (এমএসএম) নামে ৬টি অবৈধ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোনাপাড়া এলাকায় নিরঞ্জন ঘোষের মালিকানাধীন মেসার্স আরসিজি ব্রিকসকে ১ লাখ টাকা এবং আমিনুল ইসলাম আরিফের মালিকানাধীন মেসার্স উমামা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, কালীগঞ্জ পৌর এলাকায় অবৈধভাবে পরিচালিত ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী’ এক লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।