রাজনীতি
ঈদ উদযাপনে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না বিএনপির

বার্তাবাহক ডেস্ক : জিয়া অরফারেনজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। তাই এবারের ঈদ উদযাপনে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না বিএনপির। দলটি নেতারা, অনেকটা নীরবেই কাটাবেন পবিত্র ইদুল-ফিতর।
ঈদের দিন দলের সিনিয়র নেতারা কারবন্দী খালেদা জিয়াকে দেখতে চেয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও কারাকর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন। ফলে স্বাভাবিকভাবেই সিনিয়র নেতাদের হাতেগোনা দুই একজন ছাড়া সবাই ঢাকায় ঈদ করবেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপকালে এমনটাই জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, সিনিয়র নেতাদের বেশিরভাগই এলাকা থেকে ঘুরে এসেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে এসে নিজ নির্বাচনী আসন ঠাকুরগাঁও গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন বলে নিশ্চিত করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন। ২০০৭ সালের ৭ মার্চ একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টস্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। প্রায় আঠারো মাস কারান্তরীণ থাকার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান এবং ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যান। বর্তমানে সেখানে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
এ ছাড়া চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেও পরবর্তীতে রাজনৈতিক মামলায় ফেরারি হয়ে সেখানেই অবস্থান করছেন বিএনপির ভাইস চেয়ারনম্যান সাদেক হোসেন খোকা। সাবেক শিক্ষামন্ত্রী, ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুকও রয়েছেন যুক্তরাষ্ট্রে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হতে পারেন এই আশঙ্কা থেকে ওসমান ফারুক কৌশলে যুক্তরাষ্ট্র পাড়ি দেন বলে দলে আলোচনা রয়েছে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম অবস্থান করছেন যুক্তরাজ্যে। তিনি বিএনপির সহযোগি সংগঠন শ্রমিকদল (ধানমন্ডি থানা) কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে একজন শ্রমিক নেতা খুন হওয়ার সঙ্গে জড়িত এমন আলোচনা শুরু হওয়া মাত্রই দেশের বাইরে চলে যান।
বিভিন্ন মামলায় ফেরারি হয়ে মালয়েশিয়াতে অবস্থান করছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন ও মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম রয়েছেন মালেশিয়াতে। ইতালি নাগরিক তাবেল্লা সিজার হত্যা মামলার আসামি তিনি।
বিএনপি নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে চলতি মাসের ১১ রাতে গ্রেফতার হয়েছেন, খালেদা জিয়া কারাবন্দীর প্রতিবাদে মিছিল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।
দেশে থেকে গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল।
ঈদে ঢাকা থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালীতে, ড. আবদুল মঈন খান নরসিংদীতে দুপুরে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। একইসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদ উদযাপন করার কথা রয়েছে।
স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ভারতে তবে তার স্ত্রী চেয়ারপারসনের উপদেষ্ঠা হাসিনা আহমেদ ঢাকায় ঈদ করবেন।
এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ভাইস চেয়ারম্যান বিচারপতি টি এইচ খান (ঢাকা), এম মোর্শেদ খান (চট্টগ্রাম), শাহ মোয়াজ্জেম হোসেন (ঢাকা), আব্দুল্লাহ আল নোমান (চট্টগ্রাম), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ), মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ (ঢাকা), এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরী (পটুয়াখালী), বেগম সেলিমা রহমান (ঢাকা) বরকত উল্লাহ বুলু (ঢাকা) মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী), মীর মোহাম্মদ নাছির উদ্দিন (চট্টগ্রাম), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (পলাতক), অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মোসাদ্দেক আলী ফালু (মালেশিয়া ), মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী (ঢাকা), শামসুজ্জামান দুদু (চুয়াডাঙ্গা), অ্যাডভোকেট আহমদ আযম খান (টাঙ্গাইল), গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম), শওকত মাহমুদ (কুমিল্লা ) প্রমুখ।
চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদরিয়াজ রহমান (ঢাকা), লুৎফুর রহমান আজাদ (টাঙ্গাইল), আখতার হামিদ সিদ্দিকী, সাবিহ উদ্দিন আহমেদ (ঢাকা),আমান উল্লাহ আমান (কেরানিগঞ্জ), মিজানুর রহমান মিনু (রাজশাহী), মশিউর রহমান (ঝিনাইদহ), অধ্যাপক ড শাহিদা রফিক, অ্যাড আব্দুর রেজ্জাক খান, রোজি কবির, গোলাম আকবর খন্দকার (চট্টগ্রাম), তাহমিনা রুশদী লুনা (ঢাকা) অ্যাড তৈমুর আলম খন্দকার (নারায়নগঞ্জ), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ) প্রমুখ।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (নয়াপল্টন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়), যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী), মজিবুর রহমান সরোয়ার (বরিশাল), সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (ঢাকা), খায়রুল কবির খোকন (নরসিংদী) প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকায়। বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার মনি মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ঢাকায়, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল নরসিংদীতে ঈদ করবেন। যুবদল সভাপতি সাইফুল আলম নিরব (ঢাকা)।
বিএনপি নেতারা কেন্দ্রীয়ভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় না করলেও ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।