
বার্তাবাহক ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের সরু–বাঁকা চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে এক মাস ধরে সংযম সাধনার ইতি ঘটল। ১৬ জুন, শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন ইসলাম ধর্মাবলম্বীরা।
সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বিষয়টি জানানো হয়েছে।
ওই সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
‘বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৯ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর পালিত হবে’, বলেন মন্ত্রী।
দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের চাঁদ দেখে আনন্দে মেতেছেন দেশবাসী। এরই মধ্যে রেডিও-টেলিভিশনে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার চট্টগ্রামের কিছু এলাকা, সাতক্ষীরা, পটুয়াখালী, মাদারীপুরের একাংশ, ঝিনাইদহ, শেরপুরের কিছু এলাকা, পিরোজপুর, ভোলা, বরগুনা, নারায়ণগঞ্জের কিছু এলাকা, দিনাজপুর, লালমনিরহাটসহ কয়েকটি স্থানে ঈদ উদযাপিত হয়েছে।