বিনোদন
রায়হান রাফির ‘পোড়ামন ২’ ঢাকার চার হলে

বিনোদন ডেস্ক : এবারের ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’। সিনেমাটি সারাদেশে অর্ধশতাধিক হলে মুক্তি পায়। তবে ঢাকা শহরে মুক্তি পেয়েছে চারটি সিনেমা হলে।
ঢাকার সিনেমা হলগুলো হল— বলাকা সিনে ওয়ার্ল্ড, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী ও ব্লকবাস্টার সিনেমাস। বলাকা ও শ্যামলীতে প্রতিদিন চারটি এবং ব্লকবাস্টারে পাঁচটি ও স্টারে ২টি করে শো চলবে।
সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমরা চাইনি শুধু ঈদের দুসপ্তাহ চলুক সিনেমাটি। তাই প্রথমে কম হলে মুক্তি দেওয়া হয়েছে। দর্শকের ভালো লাগলে এমনিতেই হল বাড়বে।’
‘পোড়ামন ২’ নির্মাতা রায়হান রাফির প্রথম সিনেমা। এতে পূজার বিপরীতে বড়পর্দায় অভিষেক হচ্ছে টেলিভিশনের প্রিয় মুখ সিয়াম আহমেদের। আরো অভিনয় করছেন আনোয়ারা, বাপ্পারাজু, সাঈদ বাবু প্রমুখ।
২০১৩ সালে মুক্তি পায় ব্যবসাসফল সিনেমা ‘পোড়ামন’। এর দ্বিতীয় কিস্তি ‘পোড়ামন ২’। তবে দুই সিনেমার কাহিনিতে কোনো ধারাবাহিকতা নেই, ট্র্যাজেডি ছাড়া কোনো মিলও নেই।
‘পোড়ামন’ পরিচালনা করেন জাকির হোসেন রাজু। অভিনয় করেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, আলীরাজ, মনিরা মিঠু, বিপাশা কবির, মিশা সওদাগরসহ অনেকে।