লাইফস্টাইল
ঠুনকো ভালোবাসা, সস্তা শুভেচ্ছা

গাজীপুর কণ্ঠ ,লাইফস্টাইল ডেস্ক : নব্বই এর দশকের কথা। ঈদের কয়েক দিন আগ থেকেই দেখতাম বড়ো ভাই-বোনেরা আর্ট পেপার, রং, গাম দিয়ে লুকিয়ে লুকিয়ে নিজ হাতে ঈদ কার্ড বানাতো প্রিয় জনদের জন্য। ভেতরে প্রিয় রঙের কালিতে লিখা থাকতো একান্ত অনুভূতি আর শুভেচ্ছা বার্তা। তারপর রঙিন খামের ভেতর সে কার্ড পৌঁছে যেতে প্রিয়জনের হাতে।
স্কুল জীবনে নিজেও ঈদকার্ড কিনেছি বন্ধুদের জন্য, পেয়েছিও। তারপর ২০০১-০২ সালে এসে প্রক্ষাপট কিছুটা বদলে গেলো। প্রথম হাতে এলো হাতে গোনা কয়েকটা জিএসএম মোবাইল ফোন। ১৬০ কারেক্টরের মাঝে একটা SMS লিখা যায়। SMS এর মূল্য ২.৩০ টাকা।
তখনকার ফোনগুলোতে কপি-পেস্ট ব্যবস্থা ছিলো না। একসাথে দশটার বেশি SMS সেন্ড করা যেতো না। রাতে বসে বসে প্রতিটা SMS হাতে লিখে সেন্ড করতাম। কারও কাছ থেকে একেকটা টেক্সট পেলে মন আনন্দে ভরে উঠতো। প্রতিটা SMS এ মেশানো থাকতো নিখাঁত ভালোবাসা আর আন্তরিকতা।
সময় বদলে গেছে। হারিয়ে গেছে কার্ড বা SMS. তবুও ঈদ আসে। নীল-সাদার ওয়েব পেইজ আর মেসেঞ্জারে গণহারে সস্তা কপি-পেস্ট শুভেচ্ছাবার্তা পাই, কষ্ট পাই। হারিয়ে যাওয়া দিনগুলি মনে পড়ে। মনে পড়ে নিখাঁদ ভালোবাসাময় সেইসব দিনগুলি।
তবুও ঈদ বেঁচে থাকুক। এই দুর্মূল্যের বাজারে কিছুটা আনন্দ আর সুখময় স্মৃতিগুলো নিয়ে ফিরে ফিরে আসুক ঈদ।