সারাদেশ
‘বন্দুকযুদ্ধে মাদক সম্রাজ্ঞী’ রেহেনা নিহত

বার্তাবাহক ডেস্ক : ময়মনসিংহ শহরে কথিত বন্দুকযুদ্ধে মোছা. রেহেনা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার সকালে শহরতলীর উত্তর গন্ধপা এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্যে, রেহেনা এলাকায় মাদক সম্রাজ্ঞী নামে পরিচিতি। তার নামে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, রেহেনা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। সকালে শহরতলীর উত্তর গন্ধপা এলাকার পরিত্যক্ত বাড়ির সামনে তার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, হয়তো মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে রাতে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে রেহেনা মারা গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের সানকিপাড়ার বাসিন্দা রেহেনা। তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত।
মাদক ব্যবসা থেকে ফিরিয়ে পুনর্বাসনের অংশ হিসেবে রেহেনাকে জেলা পুলিশ সেলাই মেশিন ও আর্থিক সহায়তা দিয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা কোনো কাজে আসেনি।