আন্তর্জাতিক
তালেবান যোদ্ধাদের ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে যুদ্ধবিরতি উদযাপনে থাকা তালেবান যোদ্ধাদের ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩৬ জন নিহত ও আর ৬৫ জন আহত হয়েছেন।
রবিবার দেশটির স্বাস্থ্য বিভাগের পরিচালক নাজিবুল্লাহ কামাল জানান, পূর্বাঞ্চলের নাঙ্গাহার প্রদেশে শনিবার এ ঘটনাটি ঘটে।
ঈদুল ফিতর উপলক্ষে তালেবান যোদ্ধারা যখন একত্র হয়ে যুদ্ধবিরতি উদযাপন করছিলেন, সেই সময় আত্মঘাতী ওই হামলাকারী তাদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন।
এদিকে এখনো কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনা ঘটিয়েছে। কারণ আইএস যুদ্ধ বিরতির বাইরে। এ ছাড়াও অতীতে আইএসের সঙ্গে তালেবানদের বিরোধ ছিল।
এ হামলার পর ৩ দিন থেকে বাড়িয়ে ৯ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
ঘানির এ ঘোষণায় তালেবানদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পূর্ব ঘোষিত যুদ্ধবিরতি আজ শেষ হওয়ার কথা।