সারাদেশ
গাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

বার্তাবাহক ডেস্ক : গাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল ওহাব (২৬) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা ১নং কলোনীর একটি পুকুর ঘাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের আব্দুল ওহাব (২৬) গাছা ৪নং কলোনী এলাকার আসাদ আলীর ছেলে। সে রাজ মিস্ত্রিীর সহকারী কাজ করতো বলে জানা গেছে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, বিকেলে গাছার ১নং কলোনীর একটি পুকুর ঘাটে ধারালো অস্ত্র দিয়ে কুপানো অবস্থায় ওহাব আলীর লাশ পড়ে থাকতে দেখে পায়। । খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে।
জয়দেবপুর থানার এসআই মোতালেব মিয়া আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।