সারাদেশ
রূপগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

বার্তাবাহক ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাদুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের রনাগল এলাকার হারুন মিয়ার ছেলে লেগুনাচালক সোহেল ও অজ্ঞাত পরিচয় এক যাত্রী।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে গেলে লেগুনার চালক সোহেল মিয়া ও অজ্ঞাত পরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই মার যান। আর যাত্রীবাহী বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে অন্তত ১২ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।