আলোচিত
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

বার্তাবাহক ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার পুলিশ হেফাজতে বাচ্চু শেখ (৪০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইপিজেড থানায় তার মৃত্যু হয়। নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) সৈয়দ আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
নিহত বাচ্চু শেখ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি আব্দুল্লাহ পরিবহনের চট্টগ্রাম নগরীর ইপিজেড কাউন্টারের ম্যানেজার ছিলেন।
সৈয়দ আবু সায়েম বলেন,‘বৃহস্পতিবার একটি প্রতারণার মামলায় বাচ্চু শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলে হঠাৎ তার বুকে ব্যথা উঠে। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন,‘এ ঘটনায় অতিরিক্ত পুলিশ কমিশনার আরেফিন জুয়েলকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন,সহকারী কমিশনার (বন্দর) কামরুল ইসলাম ও ইপিজেড পরিদর্শক (তদন্ত) ওসমান গনি।