জাতীয়
বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোনো সংলাপ নয় : ওবায়দুল কাদের

বার্তাবাহক ডেস্ক : বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে আর কোনো সংলাপ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে; কিন্তু বিএনপি কী চায় তা তারা নিজেও জানে না।’
শুক্রবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ অহেতুক রঙিন স্বপ্ন দেখতে চায় তা সফল হবে না।’এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল শনিবার দলের ইতিহাসে সবচেয়ে বড় বর্ধিত সভা করতে যাচ্ছে আওয়ামী লীগ। তিন সিটি নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখেই আয়োজন করা হচ্ছে বিশেষ বর্ধিত সভার। এতে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’